ব্যাংক ঋণের বিবরন:

রি-কন্ডিশন্ড গাড়ির জন্য সর্বোচ্চ ৪০ লাখ টাকা (যা গাড়ির মূল্যের ৫০%) এবং ব্যবহৃত গাড়ির জন্য সর্বোচ্চ ১৫লাখ টাকা (যা গাড়ির মূল্যের ৪০%)

ব্যাংক লোণের ক্ষেত্রে শুধু মাত্র দুই ধরনের ব্যক্তিকে লোণ দেয়া যাবে।

১। যদি আপনি চাকরি করেন।
২। যদি আপনি ব্যাবসা করেন ।

প্রয়োজনীয় কাগজ পত্র যা দ্রুত ব্যাংক লোণ পেতে সহায়ক তা হলঃ

চাকরিজীবী হলে -
১। ভোটার আইডি কার্ড
২। টিন সার্টিফিকেট
৩। যে প্রতিষ্ঠানে চাকরি করেন তার আইডি কার্ড অথবা ভিসিটিং কার্ড
৪। বেসরকারি চাকরিজীবী হলে প্রতিমাসে বেতন হতে হবে ন্যূনতম ৫০,০০০ টাকা
৫। সরকারী চাকরিজীবী হলে প্রতিমাসে বেতন হতে হবে ন্যূনতম ৪০,০০০ টাকা
৬। অবশ্যই এই বেতনের টাকা নিজের ব্যাংকে ঢুকতে হবে।
৭। শেষ ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট অবশ্যই প্রয়োজন।

ব্যবসায়ি হলে -
১। ট্রেড লাইসেন্স
২। টিন সার্টিফিকেট এবং বিন
৩। মিনিমাম প্রতিমাসে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা আয় দেখাতে হবে।
৪। ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট
৫। বাড়ীওয়ালাদের জন্য অবশ্যই মাসিক ভাড়া এবং জমির মালিকানার কাগজপত্র দেখাতে হবে।

যদি উপরের সব শর্ত আপনি ইতোমধ্যেই পুরন করতে পারেন তাহলে আজই আপনার সকল কাগজপত্র নিয়ে আমাদের অফিসে চলে আসুন অথবা আমাদের পাঠীয়ে দিন।

Apply for Bank Loan

বিস্তারিত জানতে কল করুন - +8801711457152, +8801796298756, +8801796299287


Download Saller App Saller Registration