Terms & Conditions for Seller

আমাদের প্লাটফর্মে গাড়ি ক্রেতাদের কাছে গাড়ি বিক্রি করার আগে বিক্রেতাদের জন্য শর্তাবলীঃ 

গাড়ির শোরুম অথবা গাড়ি আমদানিকারকদের জন্য –
  • কোম্পানির ট্রেড লাইসেন্স, টিন/বিন সার্টিফিকেট, যদি লিমিটেড কোম্পানি হয় সেক্ষেত্রে Certificate of Incorporation জমা দিয়ে নিবন্ধন করতে হবে। যদি লিমিটেড কোম্পানি না হয় সেক্ষেত্রে শুধু ট্রেড লাইসেন্স, টিন/বিন সার্টিফিকেট জমা দিলেই হবে।
  • গাড়ির শোরুমে অবশ্যই কোম্পানির নামে সাইনবোর্ড থাকতে হবে। 

ব্যক্তিগত গাড়ি বিক্রি করতে উপরে উল্লেখিত কিছুর প্রয়োজন নেই। শুধু মাত্র যারা আমাদের সাবস্ক্রাইবড মেম্বার তাদের জন্য প্রযোজ্য অর্থাৎ যাদের গাড়ির শোরুম আছে কেবল মাত্র তাদের জন্য। 

এ ছাড়া গাড়ি আমাদের প্লাটফর্মে বিক্রি করার আগে নিম্নের শর্ত সমূহ অবশ্যই পুরন করতে হবে। 

  • যে গাড়ি বিক্রি করছেন তার অরিজিনাল কাগজ পত্র, স্মার্ট কার্ড, টেক্স টোকেন, ফিটনেস, রেজিস্ট্রেশন সহ যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস আপডেট থাকতে হবে। 
  • ব্যবহৃত গাড়ির ক্ষেত্রে মালিকানা পরিবর্তনের জন্য অবশ্যই গাড়ির সর্বশেষ মালিকের যাবতীয় তথ্য সঠিক হতে হবে এবং তা প্রদান করতে হবে। এবং যে ক্রেতা গাড়ি কিনবে তাকে অবশ্যই ৭ কর্মদিবসের মধ্যে মালিকানা হস্তান্তরের নিশ্চয়তা দিতে হবে।
  • মেগা ডিলস লিমিটেড কখনই ক্রেতাদের থেকে গাড়ি সংক্রান্ত বিষয়ে সরাসরি কোন লেনদেন করে না। অর্থাৎ ক্রেতা গাড়ি পছন্দ করার পরে আমাদের প্রতিনিধির উপস্থিতিতে ক্রেতা এবং বিক্রেতা উভয় পক্ষ সরাসরি লেনদেনের প্রক্রিয়া সম্পন্ন করে থাকেন। 
  • নিলামে গাড়ি বিড করার পরে ক্রেতাকে ২৪ ঘণ্টার ভেতর গাড়ি হস্তান্তর করতে হবে।
  • কোন ক্রেতা যদি টেস্ট ড্রাইভ দিতে চায় তাহলে শোরুমের একজন অথবা দুই জন প্রতিনিধি অবশ্যই ক্রেতার সাথে গাড়ীতে থাকা বাধ্যতামূলক। তবে টেস্ট ড্রাইভের সময় অপ্রত্যাশিত যে কোন ধরনের দুর্ঘটনার জন্য কেবল মাত্র ক্রেতাই দায়ী থাকবে এবং টেস্ট ড্রাইভের আগে অবশ্যই তা লিখিত নিতে হবে।

Download Saller App Saller Registration